• মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৭ ১৪৩১

  • || ২০ শাওয়াল ১৪৪৫

ঘোড়াঘাটে ঐতিহাসিক মুজিব নগর দিবস পালিত 

প্রকাশিত: ১৭ এপ্রিল ২০২৪  

দিনাজপুরের ঘোড়াঘাটে উপজেলা প্রশাসনের আয়োজনে ঐতিহাসিক মুজিব নগর দিবস পালিত হয়েছে।

বুধবার (১৭ এপ্রিল) দিবসটি উপলক্ষে  সকাল ১০ টায় উপজেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন প্রধান অতিথি দিনাজপুর-৬ আসনের সংসদ সদস্য শিবলী সাদিক এমপি, উপজেলা নির্বাহী কর্মকর্তা রফিকুল ইসলাম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি)মাহমুদুল হাসান, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগন। 

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পন, বর্ণাঢ্য র‌্যালী ও দোয়া শেষে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এ দিবসের তাৎপর্য্য তুলে ধরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এ আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা রফিকুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন সহকারী কমিশন (ভূমি) মাহমুদুল হাসান, উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা তৌহিদুল আনোয়ার,  ইউপি চেয়ারম্যান আসাদুজ্জামান ভুট্টু, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান আসাদ, কৃষি কর্মকর্তা রফিকুজ্জামান,উপজেলা প্রানি সম্পদ কর্মকর্তা ডাঃ বিপ্লব দে,উপজেলা সমবায় কর্মকর্তা প্রদীপ সরকার, উপজেলা পল্লী দারিদ্র কর্মকর্তা রেজাউল করিম,  উপজেলা শিক্ষা কর্মকর্তা আশরাফুল আলম, উপজেলা একাডেমিক সুপারভাইজার ধ্বীরাজ সরকার।  এ সময় উপজেলার দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

– দিনাজপুর দর্পণ নিউজ ডেস্ক –